চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ফ্লাইটটি মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে এসেছে।
জানা যায়, ২৮৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম ফিরে আসে। দুই ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের বিমানের অন্য একটি ফ্লাইটে করে আবার ঢাকা পাঠানো হচ্ছে।
বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানটি দুবাই থেকে যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অবতরণ করে সকাল ৭টা ১৫ মিনিটে। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে এটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যান্ত্রিক ক্রুটির কারণে ২১ মিনিট পর আবার ফিরে আসে। বিমানটি এখন বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বিমানের অন্য একটি ফ্লাইটে ঢাকা পাঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ছেড়ে যাবে।’

আরও পড়ুন
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসির ওয়েবসাইট আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ