July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 6th, 2025, 11:09 am

বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’

 

ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে প্রায় ২০০ জনকে বাংলাদেশিকে সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে।

গুজরাটের ভাদোরদা থেকে ধরে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমানবাহিনী। ‘বাকি আনুষ্ঠানিকতা’ শেষে তাদেরকে ‘পুশইন’ করা হবে বাংলাদেশে।

গতকাল শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে তুলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে আনা হবে।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি’। এদের মধ্যে কয়েকজনের আছেন বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অবৈধ অভিবাসী শনাক্তে দুই মাস আগে গুজরাটে যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল, তাতেই এসব মানুষকে আটক করা হয়। তাদেরকে একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছিল। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এনএনবাংলা/আরএম