টাঙ্গাইল প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরে মেহেনাজ আক্তার হুমাইরার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলায় হতেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুমায়ারার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় হুমায়রার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
পরে বিমান বাহিনীর সদস্যরা জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ কবর জিয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এতে পরিবার ও স্থানীয় লোকজনসহ বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ এই বিমান দুর্ঘটনার জন্য মর্মাহত এবং শোকাহত। আমরা দোয়া করি দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে যেন আল্লাহ তা’লা ধৈর্য ধারণ করার শক্তি দেন। এছাড়া যারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সহযোগিতা করছে এবং সবসময় পাশে থাকবে।
এছাড়া বিমান বাহিনী আহতের জন্য একটা জরুরি সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা বার্ন ইনস্টিটিউটের সাথে ডিউটি করছে এবং সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর উদ্বোধন
রংপুরে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ, সাপাহারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত