রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ভিডিও ও ছবি। হৃদয়বিদারক এই দৃশ্য নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকা, তারা শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করছেন।
বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেন যে, ‘আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন। রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাতহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’
তার কথায়, ‘মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন। ঘটনাস্থলে ভিড় না করে নিকটস্থ হাসপাতালে যান।’
পরে চিত্রনায়ক শাকিব খান আরও এক স্ট্যাটাসে লিখেছেন, অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে! এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে তাদের জীবন!
এক ফেসবুক পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’
দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বেশ কয়েকটি শিশুর স্কুল আইডি কার্ডের ছবিও পোস্ট করেছেন জয়া। পোস্ট করেছেন প্রাথমিক চিকিৎসার পরামর্শ।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরা, দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় চরমভাবে মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি।’
নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ফেসবুকে তিনি লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’
আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অপু বিশ্বাস আরও লিখেছেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে।’
রক্ত দেওয়া যাবে এ রকম কয়েকটি হাসপাতালের নাম ওই পোস্টে উল্লেখ করেছেন অপু বিশ্বাস। লিখেছেন, ‘দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।’
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ফেসবুকে লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’
অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘আল্লাহ, আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তৌফিক দান করুন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা।’
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির মারা গেছেন
প্রধান উপদেষ্টার শোক, সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সরকার
গত ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ