July 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 5:16 pm

বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিউমার স্ক্যানার

ছবি : রিউমার স্ক্যানার

 

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমন তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। খবর বাসস’ র।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে এসব ভুয়া চিত্র এবং প্রচার চিহ্নিত হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে, যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।

আরো জানায়, গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে, যার প্রমাণ তারা পেয়েছে।

ভুয়া ফটোকার্ডে অপপ্রচার, শনাক্ত করল ফ্যাক্টওয়াচ

ভুয়া ফটোকার্ড ব্যবহার করে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ছবি: ফ্যাক্টওয়াচ

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে, প্রেস সচিবের নামে ছড়ানো একটি ভাইরাল ফটোকার্ডটি ভুয়া। এতে লেখা ছিল, ‘গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ সারাদেশে নাশকতা করছে। আমার বিশ্বাস, উত্তরার বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ও আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্র আছে।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ‘ভাইরাল ফটোকার্ডটি ভুয়া। এ ছাড়া প্রেস সচিবের এমন কোন মন্তব্য কোথাও খুঁজে পাওয়া যায়নি।’

লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। তারা এসব বিষয়ে নজরদারি চালিয়ে যাচ্ছেন।

সংস্থাটি বলেছে, তারা নিয়মিত ফ্যাক্ট চেকের মাধ্যমে সত্য তুলে ধরাসহ বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

এনএনবাংলা/আরএম