January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 5th, 2023, 1:42 pm

বিয়ানীবাজারের ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা-হাতাহাতি

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরে ১২টার দিকে কলেজের ক্লাস চলাকালে জুনিয়র-সিনিয়র দ্বন্দের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতাকর্মীরা কলেজে অবস্থান নেয়। দুপুরের দিকে কলেজ রোডের এক ছাত্রকর্মীকে একা পেয়ে প্রতিপক্ষরা হামলা চালায়।

কলেজে উত্তেজনার খবর পেয়ে বিয়ানীবাজার পুলিশ অবস্থান নিয়ে দুই পক্ষকে কলেজ থেকে বের করে দেয়। এর পরে ছাত্রলীগের এক গ্রুপে কর্মীরা শসস্ত্র অবস্থায় কলেজ রোডে মিছিল করার সময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীকে একা পেয়ে হামলা করলে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

এ নিয়ে কলেজ রোড় ও দক্ষিণ বাজারে দুই পক্ষ জড়ো হচ্ছে। স্থানীয়রা জানান উপজেলা ছাত্রলীগের রিভার বেল্ট ও ছাত্রলীগ পল্লব গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন ব্যবসায়ীরা।