April 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 28th, 2025, 11:27 am

বিয়ানীবাজারে ভাতিজার হাতে চাচা খুন

সিলেট অফিস : গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটের বিয়ানীবাজারে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর খালপার গ্রামের সালেহ আহমেদ এর পরিবারের সাথে আগে থেকেই বিরোধ বিরোধ ছিল তার আপন ছোট ভাই একরাম আলীর। এর মধ্যে শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে সালেহ আহমদ এর ছেলে নাজিম উদ্দীন এর সাথে তার চাচা একরাম আলীর মারামারি হয়। ভাতিজার আঘাতে চাচা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালে নিয়ে যান। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই ব্যক্তি ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।