January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 9:11 pm

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিমি

অনলাইন ডেস্ক :

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এখন তার বয়স ৩৪ বছর। এই বয়সে যেখানে অন্যান্য অভিনেত্রীরা বিয়ে করে মাতৃত্যের স্বাধও গ্রহণ করেছেন। সেখানে বিয়ে ত দুরে থাক, নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন মিমি। কবে ভক্তরাও বসে নেই। তাদের আগ্রহ মিমির বিয়ে নিয়ে। অনুরাগীদের একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন মিমি। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমি বলেন, ‘বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক অথবা রুপালি দুনিয়ার অভিনেত্রী হোক। সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি?’ এরপর তিনি যা বলেছেন তা আবারও হতাশ করেছেন অনুরাগীদের।

তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর হল, বিয়ে অবশ্যই করব!’ কিন্তু পাত্র কই?’ বিয়ে করতে চাইলেও পাত্রর অভাবে বিয়ের পিড়িতে বসা হচ্ছে না এই অভিনেত্রীর। তাইত এখনো অবিবাহিত তিনি। এরপরই মিমি মজা করে বলেন, ‘কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই!’ তবে বিয়ে প্রসঙ্গে আসল সত্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গল’ এবং অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’।