অনলাইন ডেস্ক :
বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারিণ জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (১১ আগস্ট) গাঁটছড়া বাঁধেন তিনি।
অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত।
জীবনসঙ্গীকে নিয়ে ফারিণ লেখেন, ‘আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা কাগজে রূপ নিল। আমার মনে ঠিক প্রথম দিনের মতো এখনও তুমি একই আছ। আমার জীবনে তুমি আসার পর কীভাবে যেন বদলে গেল।’
স্বামীর বর্তমান ব্যস্ততা শেষ হলে ফারিণ এই আনন্দের মুহূর্তকে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলেও জানান ফারিণ।

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর