August 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 6:36 pm

বিরতি ভেঙে গানে ফিরলেন কানিজ সুবর্ণা

এক সময়ের জনপ্রিয় রক গায়িকা কানিজ সুবর্ণা। রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই গানের ভুবনে আগমন তার।

এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়িকাকে। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো’তেও পারফর্ম করতেন তিনি। হঠাৎ করেই গান থেকে দূরে সরে থাকেন আলোচিত এই গায়িকা।

কানিজ সুবর্ণার পুরনো একটি গানের ক্যাসেট

এবার দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরছেন তিনি। গত বুধবার (২০ আগস্ট) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।

গানটি প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মর্ডান বিটের গানটির ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন।

শুধু কি গান প্রকাশ করে যাবেন, নাকি স্টেজ শো, টিভি আয়োজনেও আপনার দেখা যাবে, এমন প্রশ্নের উত্তরে কানিজ সুবর্ণা বলেন, শো নিয়ে অনেক দিন ধরেই ভাবছি। প্রস্তুতি চলছে। আসলে হয়েছে কী, আমার সঙ্গে যে মিউজিশিয়ানরা কাজ করতেন, তাদের মধ্যে দুজন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। বেইজ গিটারিস্ট আর ড্রামার না থাকায় স্টেজ শোর সেটআপও ভেঙে গিয়েছিল। তাই মিউজিক সেটআপের জন্য সবকিছু নতুন করে গুছিয়ে নিতে হচ্ছে। তাই স্টেজ শোতে ফেরার জন্য আরেকটু সময় দরকার।

উল্লেখ্য, ২০২২ সালে কানিজ সুবর্ণার গাওয়া ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

এনএনবাংলা/