দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি মাইক্রোবাস রেলগেটের ওপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত তিন জনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে।
—ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি