বিরোধী দলের বয়কটের মধ্যেই রবিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৬টি দল নির্বাচনী দৌড়ের বাইরে রয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, সারা দেশে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি বুথের অধীনে ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন নারী ও ৮৪৮ জন ট্রান্সজেন্ডারসহ মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন।
সারা দেশে আচরণবিধি লঙ্ঘন রোধ করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় ৮ লাখ নিরাপত্তা কর্মী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তির জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রায় ২ হাজার (২ হাজার ৭৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে ৪২ হাজার ২৪ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৬০ হাজার ৮৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রায় ৫ লাখ ২২ হাজার পোলিং অফিসারসহ প্রায় ৯ লাখ পোলিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন স্থায়ী কমিটির নেতারা