বিল গেটসফাইল ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক:
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কাজ থেকে অবসর নেওয়ার পর বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। কিন্তু বর্তমানে সবাই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন, তখন পরিবহন ও লজিস্টিক খাতে বিনিয়োগ করে সবাইকে চমকে দিয়েছেন বিল গেটস। তাঁর এই বিনিয়োগ বিশ্বব্যাপী বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তিপ্রতিষ্ঠানের বাইরে পরিবহন ও লজিস্টিক খাতে বিল গেটসের উপস্থিতি নতুন সুযোগ তৈরি করেছে।
২০২৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ই-কমার্সের চাহিদা ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে পরিবহন ও লজিস্টিক খাতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি বিল গেটস বাণিজ্যিক যানবাহনের নকশা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত ‘প্যাকার’ ও গ্লোবাল লজিস্টিক পরিবহন সংস্থা ‘ফেডেক্স’-এ বিনিয়োগ করেছেন। দুটি প্রতিষ্ঠানে মোট ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বা ৪ হাজার ৪৭৬ কোটি টাকার (প্রতি ডলারের বিনিময় হার ১২০ টাকা ধরে) শেয়ার কিনেছেন বিল গেটস।
হালকা, মাঝারি ও ভারী ট্রাকের নকশা করে থাকে প্যাকার। এই প্রতিষ্ঠান কেনওয়ার্থ ও পিটারবিল্ট নামে দুটি বড় ব্র্যান্ডের ট্রাক তৈরি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক ও স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তি নিয়ে কাজ করছে। বৈশ্বিকভাবে লজিস্টিক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্যাকার। অন্যদিকে সারা বিশ্বে ই-কমার্স খাতের বিকাশ ও বিশ্বব্যাপী সাপ্লাই চেইন খাতের বিকাশে কাজ করছে ফেডেক্স। ফেডেক্সের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ অনলাইন কেনাকাটার ক্ষেত্রে টেকসই প্রসার ঘটাবে বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পরিবহন ও লজিস্টিক খাতেও বেশ অগ্রগতি হবে। এসব বিষয় বিবেচনা করে বিল গেটস বিনিয়োগ করছেন। মার্কিন প্রতিষ্ঠান প্যাকার ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সারা বিশ্বে পণ্য পরিবহন করা ফেডেক্স প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭১ সালে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল : প্রধান উপদেষ্টা
রমজানে স্থিতিশীল থাকবে দেশের পণ্যবাজার
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা