অনলাইন ডেস্ক :
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভাল টেস্ট নেমে এসেছিল তিন দিনে। সবাই ভেবেছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট নিস্ফলা ড্র হতে যাচ্ছে। কিন্তু দারুণ পারফরমেন্সে ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল স্বাগতিক ইংল্যান্ড। ১৩০ রানের জয়ের টার্গেটে মাত্র ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় বেন স্টোকস বাহিনী। দ্য ওভালে ম্যাচটিই হয়েছে লো স্কোরিং। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়। বল হাতে আগুন ঝরিয়েছিলেন ওলি রবিনসন (৫ উইকেট) এবং স্টুয়ার্ট ব্রড (৪ উইকেট)। জবাবে কাগিসো রাবাদা আর মার্কো জনসনের বোলিং তোপে ইংল্যান্ডও প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫৮ রানে। ৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। তারা ১৬৯ রানে অল-আউট হলে জয়ের জন্য ১৩০ রানের টার্গেট পায় ইংল্যান্ড। রান তাড়ায় নেমে ১০৮ রানের ওপেনিং জুটি গড়েন অ্যালেক্স হেলসএবং জ্যাক ক্রাউলি। ৭৩ বলে ৩৯ রান করা হেলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন কাগিসো রাবাদা। বাকি কাজ শেষ করেন ক্রাউলি এবং ওলি পোপ। ক্রাউলি ৬৯* রানে এবং পোপ ১১* রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা ওলি রবিনসন। আর ১৪ উইকেটের পাশাপাশি ৪৮ রান করে সিরিজসেরা হয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি