অনলাইন ডেস্ক :
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে অজিদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের এই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কয়েকটি সাদা বলের সিরিজ খেলার পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।’ এ বছর শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চার টেস্ট খেলতে আবারো ভারত যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে ৯ থেকে ১৯ জুন পর্যন্ত প্রোটিয়াদের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড যাবে ভারত। ইংল্যান্ডের মাটিতে করোনার কারণে স্থগিত হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত। এছাড়াও ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর