January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 9:13 pm

বিশ্বকাপের চ্যালেঞ্জে প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ: সহকারী কোচ

অনলাইন ডেস্ক :

বেশ লম্বা সময় ধরেই ওয়ানডে সংস্করণে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ইতিবাচক পারফরম্যান্স সেটি পোক্ত করেছে আরও। তাই আসন্ন বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন নিয়েই যাবে বাংলাদেশ। সহকারী কোচ নিক পোথাসের মতে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লড়াইয়ে প্রস্তুতি হতে হবে পোক্ত। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ তেমন ভালো যায়নি বাংলাদেশের। এর আগের তিন আসরের মতো তিনটি ম্যাচ জিতলেও দশ দলের মধ্যে অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করে মাশরাফি বিন মুর্তজার দল। এরপর তামিম ইকবালের নেতৃত্বে বিশ্বকাপ সুপার লিগ দারুণ কেটেছে বাংলাদেশের।

৮ সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে স্রেফ দুইটি। ১৫টি ম্যাচ জেতার পাশাপাশি একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১৫৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে তারা। ওয়ানডে সংস্করণের বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশা বরাবরই বেশি। মাত্র কিছুদিন আগে দলে যোগ দেওয়া পোথাসও জানেন সেই প্রত্যাশার কথা। তবে সব দলেরই যে বড় আশা থাকবে, সেই বাস্তবতা মনে করিয়ে দিলেন সহকারী কোচ। “অন্য সব দেশ বিশ্বকাপে কি চায়? আমরাও এর ব্যতিক্রম নই। আমরাও খুব উচ্চাকাক্সক্ষী। এই দল, ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা সবাই। বিশ্বকাপে আমরা নিজেদের গর্বিত করতে চাই।

বিশ্বকাপে কোন পরিস্থিতিতে পড়তে হবে, কে জানে! আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না।” আগামী অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে নামার আগে আরও কয়েকটি সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে। এরপর এশিয়া কাপ ও দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা তামিম ইকবালদের। বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে নিজেদের যথাযথ প্রস্তুতির দিকে তাগিদ পোথাসের। “যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে হবে আমাদের। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করে নিজেদের সেরাটা দিতে হবে। এটিই আমরা করতে পারি। যে কোনো খেলায় বিশ্বকাপে এটিই করার থাকে। এটি সবসময় চমক নিয়ে আসে। তাই নিজেদের নিয়ে চিন্তা করাই ভালো। আমি নিশ্চিত, আমরা ঠিক থাকব।”