January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 7:57 pm

বিশ্বকাপের সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

অনলাইন ডেস্ক :

ঐতিহাসিক মেলবোর্নে ইতিহাস লিখেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি পাকিস্তানের। জমকালো ফাইনালে ইংলিশদের শিরোপা উপহার দিয়েই পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ফাইনাল ম্যাচ শেষেই বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ১১ ক্রিকেতার নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেরা একাশের সঙ্গে দ্বাদশ খেলোয়াড় হিসেবেও রাখা হয়েছে একজনকে। আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কারও। আইসিসির প্রকাশিত সেরা একাদশে ওপেনার হিসেবে রয়েছেন টুর্নামেন্ট জুড়ে ইংলিশদের দুরন্ত সূচনা এনে দেওয়া অ্যালেক্স হেলস আর জস বাটলার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও রয়েছেন টুর্নামেন্ট সেরার দলে। আইসিসির সেরা একাদশে পেসার হিসেবে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইংলিশ পেসার স্যাম কারান। পেস আক্রমণে সঙ্গী হিসেবে কারান পাবেন স্বদেশি মার্ক উড, দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে আর পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে। দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে জায়গা পেয়েছে ভারতের হার্ড হিটার পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আইসিসির সেরা একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, মার্ক উড, এনরিখ নর্টজে, শাহিন শাহ আফ্রিদি। দ্বাদশ খেলোয়াড় : হার্দিক পান্ডিয়া।