অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ শুরুর আগে আক্রমণভাগের খেলোয়াড় হারাল পর্তুগাল। গোড়ালির চোটে কাতারে অনুষ্ঠেয় বৈশ্বিক আসর থেকে ছিটকে গেছেন উইঙ্গার পেদ্রো নেতো। পেদ্রোর ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স বিবৃতি দিয়ে শুক্রবার তার গুরুতর চোটের খবরটি জানায়। এই কারণে তার বিশ্বকাপে খেলতে না পারার বিষয়ও জানায় তারা। প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে উলভারহ্যাম্পটনের ২-০ গোলে হারের ম্যাচের প্রথমার্ধে চোট পান ২২ বছর বয়সী নেতো। উলভারহ্যাম্পটন জানিয়েছে, নেতোর চোট পরীক্ষার পর বিশেষজ্ঞের মতামত সাপেক্ষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। পেদ্রোর ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স বিবৃতি দিয়ে শুক্রবার তার গুরুতর চোটের খবরটি জানায়। এই কারণে তার বিশ্বকাপে খেলতে না পারার বিষয়ও জানায় তারা। প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে উলভারহ্যাম্পটনের ২-০ গোলে হারের ম্যাচের প্রথমার্ধে চোট পান ২২ বছর বয়সী নেতো। উলভারহ্যাম্পটন জানিয়েছে, নেতোর চোট পরীক্ষার পর বিশেষজ্ঞের মতামত সাপেক্ষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম