অনলাইন ডেস্ক :
আসন্ন অক্টোবরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এরইমধ্যে ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের খসড়া একটি সূচি। ওয়ানডে বিশ্বকাপের একটি খসড়া সূচি আইসিসির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিসিআই। সেই সূচিরই কিছু অংশ ফাঁস করে দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিনইনফো। ফাঁস হওয়া এই সূচি থেকেই জানা গেছে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাব্য দিন-তারিখ। সেইসঙ্গে জানা গেছে বাংলাদেশের ম্যাচের সময় সূচিও। এদিকে, গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান দুই দলের বিপক্ষেই বাংলাদেশের ম্যাচের স্থান আর সময়ও জানা গেছে ফাঁস হওয়া সেই সূচিতে।
ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর পুনেতে মাঠে নামবে বাংলাদেশ। আর কলকাতার ইডেন গার্ডেন্সে ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগার বাহিনী। ক্রিকইনফোর ফাঁস করা সেই সূচিতে দেখা যায়, ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ফাঁস হওয়া সূচি অনুযায়ী এবারের আসরের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ও ১৬ নভেম্বর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি কে উঁচিয়ে তুলবে তা ঠিক করতে শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর। সেমিফাইনাল দুটির ভেন্যু জানা না গেলেও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত