January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:43 pm

বিশ্বকাপে রবের্তোকে নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক :

এ মুহূর্তে এক একটি চোটের খবর কেবল ক্লাবকে নয়, চিন্তায় ফেলছে ওই খেলোয়াড়ের দেশকেও। দুয়ারে যে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। বার্সেলোনার গাভি ও সের্হি রবের্তোর চোট তাই দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে স্পেনের জন্যও। কাম্প নউয়ে রোববার রাতে আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। দলের জয়ের উচ্ছ্বাস কিছুটা হলেও ফিকে হয়ে যায় গাভি ও রবের্তোর চোটে। স্প্যানিশ গণমাধ্যমের খবর রবের্তোকে বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে পাবে না বার্সেলোনা। এমনকি ৩০ বছর বয়সী এই ডিফেন্ডারকে বিশ্বকাপে নাও পেতে পারে স্পেন। প্রথমার্ধে চোট পান গাভি। অবশ্য ১৮ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের চোট গুরুত্বর নয় বলে আশ্বস্ত করেছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। এরপর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন রবের্তা। তার চোটের ব্যাপারে বিবৃতি দিয়েছে বার্সেলোনা। সেখানে অবশ্য চোটের অবস্থা কতটা গুরুতর, তা নিয়ে বিস্তারিত বলা হয়নি। “মূল দলের খেলোয়াড় সের্হি রবের্তোর বাম কাঁধের হাড় নড়ে গেছে। তাকে পাওয়া যাবে না এবং তার মাঠে ফেরা নির্ভর করছে তার সেরে ওঠার ওপর।” বিলবাও ম্যাচে আলো ছড়িয়েছেন রবের্তো। প্রথমার্ধে একটা গোল করেন, তবে নিজে ব্যবধান দ্বিগুণ করার আগে দ্বাদশ মিনিটে উসমান দেম্বেলেকে দিয়ে গোল করান তিনি। অভিজ্ঞ এই ডিফেন্ডারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার কথা ছেপেছে মুন্দো দেপোর্তিভো। তাদের  প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বকাপের আগে বার্সেলোনার হয়ে আর ম্যাচ খেলা হবে না রবের্তোর। এমনিকে তার বিশ্বকাপ খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার বিশ্বকাপ মিশনে স্পেন কোচ লুইস এনরিকের পরিকল্পনায় রবের্তো ভালোমতো ছিলেন বলেই ধারণা। কিন্তু যে অনিশ্চয়তা জেগেছে, শেষ পর্যন্ত তা সত্যি হলে বিশ্বকাপের পর বছরের শেষ দিকে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন বার্সেলোনার এই ডিফেন্ডার।