অনলাইন ডেস্ক :
ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের ওপর অভিমান করে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের গতিতারকা মোহাম্মদ আমির। ২০২০ সালে তার অবসর ঘোষণার পর থেকে অনেকেই বলেছেন, আমিরকে জাতীয় দলে ফেরানো উচিত। এবার পাকিস্তানের গণমাধ্যম দাবি করছে, পিসিবি থেকে নাকি সবুজ সংকেত পেয়েছেন ৩১ ছুঁইছুঁই বয়সের আমির। তাকে অবসর ভেঙে ফিরতে বলা হয়েছে! মোহাম্মদ আমিরের ম্যানেজারের বরাত দিয়ে পাকিস্তানের ‘সামা টিভি’ জানিয়েছে, সম্প্রতি পিসিবির একজন নির্বাচক নাকি যোগাযোগ করেছেন। তিনি আমিরের ম্যানেজারকে বলেছেন যে, আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে। আমির যাতে গণমাধ্যমে নতুন করে কোনো বিতর্ক তৈরি না করেন এবং অবসর ভেঙে জাতীয় দলে ফেরার প্রস্তুতি নেন। এ বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকে জাতীয় দলে ডাকা হতে পারে বলেও নাকি সেই নির্বাচক জানিয়েছেন। অবসর ঘোষণার পরবর্তী সময়ে বারবার পিসিবির বিরুদ্ধে মিডিয়ার কাছে মুখ খুলেছেন মোহাম্মদ আমির। সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তাকে দেখতে পারেন না বলেও অভিযোগ করেন। রমিজের পাশাপাশি কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস সরে গেলে তিনি জাতীয় দলে ফিরবেন বলেও জানিয়েছিলেন। সে হিসেবে এখন আমিরের সুবর্ণ সুযোগ। বছরের শুরুতে বর্তমান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও বলেছিলেন, ‘অবসর থেকে ফিরে এলে আমিরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার দরজা খোলা।’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি