January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 8:29 pm

বিশ্বকাপ জয়ী ম্যাক অ্যালিস্টার এবার লিভারপুলে

অনলাইন ডেস্ক :

৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ইংলিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ৫ বছর। অ্যালিস্টারের লিভারপুলে যোগ দেওয়ার খবর একরকম নিশ্চিতই ছিল। যার আনুষ্ঠানিক ঘোষণা এলো বৃহস্পতিবার। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী এই চুক্তির ফি ৫৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যাক অ্যালিস্টার প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ষষ্ঠ নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাতে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশ ক্লাব। ২৪ বছর বয়সী সিগালদের হয়ে ১১২ ম্যাচ খেলে ২০ গোল করেছেন। চুক্তি হওয়ার পর ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। এখন আর দেরি সহ্য হচ্ছে না।’

নিজের প্রতিক্রিয়ায় এই আর্জেন্টাইন আরও বলেছেন, ‘প্রাক মৌসুমের প্রথম দিন থেকেই এখানে থাকতে চেয়েছি। সব কিছু সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। এখন সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায়।’ বছরটা অবিশ্বাস্য কেটেছে ম্যাক অ্যালিস্টারের। আর্জেন্টিনার বিশ্বকাপ খরা ঘুচেছে। ব্রাইটনের হয়েও সাফল্য নিয়ে মাঠ ছেড়েছেন। অ্যালিস্টারের কথা, ‘বছরটা চমৎকার কেটেছে। বিশ্বকাপ, তার পর ব্রাইটনের হয়ে যা অর্জন করেছিৃ কিন্তু এখন লিভারপুলকে নিয়ে, নিজেকে আরও ভালো খেলোয়াড় এবং মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার সময়।’