January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 8:10 pm

বিশ্বকাপ দলের ছয় তারকাকে বিশ্রাম দিলেন দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

দুর্ভাগ্যবশত নেট রান রেটের মারপ্যাঁচে পড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারের পর বাকি চারটি ম্যাচই জিতেছে প্রোটিয়ারা। কিন্তু তারা নেট রান রেটে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়ার চেয়ে। এমন হতাশাময় বিশ্বকাপের পর চলতি মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে প্রোটিয়ারা। যেখানে অধিনায়ক টেম্বা বাভুমাসহ বিশ্বকাপ দলের ছয় তারকাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বাভুমা ছাড়াও যাদের রাখা হয়নি দলে তারা হলেন এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক, রসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টজে। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জুবায়ের হামজা ও রায়ান রিকেলটন। এ ছাড়া প্রায় চার বছর পর দলে ফিরেছেন কলপ্যাক চুক্তিতে দেশ ছেড়ে যাওয়া পেস বোলিং অলরাউন্ডার ওয়েন পারনেল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে না থাকা ড্যারেন ডুপাভিলন, সিসান্দা মাগালা ও খায়া জোন্ডোকেও ফেরানো হয়েছে দলে। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যেখানে তিন ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে সবার নিচে নেদারল্যান্ডস। অন্যদিকে নয় ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে প্রোটিয়ারা। তবে তিনটি ম্যাচই জিতলে তিন নম্বরে উঠে যাবে তারা। আগামী ২৬ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ হবে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর তারিখে।
নেদারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
কেশভ মহারাজ, ড্যারেন ডুপাভিলন, জুবায়ের হামজা, রেজা হেন্ডরিকস, সিসান্দা মাগালা, জানেমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকায়ো, ওয়েন পারনেল, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরিয়েন, লিজার্ড উইলিয়ামস ও খায়া জোন্ডো।