January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 11th, 2022, 7:58 pm

বিশ্বকাপ নিয়ে তারকাদের উচ্ছ্বাস ও কান্না

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ অতীতের মতোই স্পষ্ট দুটি শিবিরে বিভক্ত। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, আবার কেউ ব্রাজিল। দেশের শোবিজ অঙ্গনেও রয়েছে এই দুই দলের ভক্ত। গত শুক্রবার দুই দলের পৃথক খেলা ছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় বেদনায় নীল হয়েছেন ব্রাজিল সর্মথকগণ। অন্যদিকে নেদারল্যান্ডসকে হাড়িয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছেন আর্জেন্টাইন সর্মথকগণ। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও। নন্দিত অভিনেত্রী নূতন আর্জেন্টিনার সর্মথক। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি খাসি কেটে খাওয়ানোর ঘোষণা দেন। আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন: ‘কাল রাতে পেনাল্টি দেখার মতো সাহস বা মানসিক শক্তি আমার ছিলো না, তবে বিশ্বাস ছিলো সকালটা আমার জন্য ভালো সংবাদ বহন করবে। করেছেও। আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে, অন্তত মেসির জন্য পাওয়া উচিত। ভালোবাসা আর্জেন্টিনার প্রতি।’ অন্যদিকে আসিফ আকবর সবসময়ই ব্রাজিলের ফ্যান। প্রিয় দল ব্রাজিল নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। কিন্তু গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রিয় দল বিদায় নেয়ায় শোকে মুহ্যমান তিনি। গণমাধ্যমে কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না, প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মতামত সাগ্রহে মেনে নেব। বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন। খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ- দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। বি স্পোর্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশি, বি ব্রাজিলিয়ান। ভালোবাসা অবিরাম।’ হালের ক্রেজ পরীমণি আর্জেন্টনার অন্ধভক্ত। অন্যদিকে তার স্বামী শরীফুল রাজ ব্রাজিলের সর্মথক। গত শুক্রবার রাতে ম্যাচ শেষ হওয়ার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন পরী। ওই পোস্টে তিনি লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস। সেই সঙ্গে ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি। এর আগে রাজকে ইঙ্গিত দিয়ে পরীমণি বলেছিলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’ ‘মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার ব্রাজিলের কট্টর সর্মথক। অন্যদিকে তার স্বামী চলচ্চিত্র প্রযোজক জুবায়ের আলম আর্জেন্টিনার সর্মথক। ব্রাজিলের পরাজেয়ে কেঁদে ভাসালেন জেনিফার। একটি ভিডিওতে তাকে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে জেনিফার লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল। খুব কষ্ট লাগছে। নেইমারের জন্য বেশি কষ্ট লাগছে। লাভ ইউ নেইমার।’ ‘আয়নাবাজি’খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিার বিজয়ে তিনি তার ফেসবুকে মেসির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন: ‘সেমিফাইনাল। কেউ বাজে কথা বলবেন না। অনেক কষ্টের বিজয় রে ভাই। বিশ্বকাপ ফুটবল অর্ধেক বেঁচে থাকলো। এরপরে কয়েকটি লাভের ইমোজি দেন এই তারকা।