October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 2:30 pm

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে এগিয়ে আসে এবং বিশ্বকে পরিবর্তনের পথে নিয়ে যায়।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আমি এমন একটি পৃথিবীর কথা বলছি যেখানে তিনটি শূন্য থাকবে—শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যা দারিদ্র্য দূর করতে সাহায্য করবে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সম্ভব)। পাশাপাশি, শূন্য বর্জ্য বা ‘জিরো ওয়েস্ট’ ধারণাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভের’ অংশ।”

তিনি আরও জানান, “এটি কোনো কল্পনা নয়, বরং ইতিমধ্যেই বাস্তবায়ন হচ্ছে। তাই আমরা তরুণদের সর্বত্র ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে উৎসাহিত করছি—যেখানে প্রত্যেকে থ্রি-জিরো মানুষ হয়ে উঠতে পারে।”

ড. ইউনূস ব্যাখ্যা করেন, “একজন থ্রি-জিরো মানুষ জীবনে টেকসই পদ্ধতি গ্রহণ করে, বর্জ্য কমায় এবং সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজ করে। একই সঙ্গে তারা সচেষ্ট হয় বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ বৈষম্য এবং বেকারত্বে কোনো অবদান না রাখার জন্য। যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, এই ক্লাবগুলো ধীরে ধীরে রূপ নেবে থ্রি-জিরো পরিবার, থ্রি-জিরো গ্রাম, থ্রি-জিরো শহর—এবং একদিন গড়ে উঠবে একটি থ্রি-জিরো বিশ্ব।”

তিনি বলেন, “সবচেয়ে ছোট পদক্ষেপ দিয়েও শুরু করা যায়। কিন্তু একসঙ্গে সেই পদক্ষেপগুলো বিশ্বকে বদলাতে পারে। এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আমাদের ঐক্যে। যদি আমরা একসঙ্গে হাত মিলাই—সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই—তাহলে জটিলতম বৈশ্বিক সংকটও আমরা সমাধান করতে পারব।

এনএনবাংলা/