অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ১৪৬ জনে ছাড়িয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৬৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৯৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৫০ হাজার ৬০৫ জন।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৫১৪ জন। এছাড়া মোট মারা গেছে এক লাখ ২৭ হাজার ৯৫৭ জন।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৪৫৭ জন। মোট মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৬৬ জন।
আরও পড়ুন
ডিআর কঙ্গোতে আইএস-সমর্থক জঙ্গিদের হামলায় নিহত অন্তত ৩৮
থাইল্যান্ড-কম্বোডিয়াকে হুঁশিয়ারি দিয়ে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্প
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন