অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় ৫৮ কোটি ৫১ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ২৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ২৬ হাজার ৬০০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৭ হাজার ২৩৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪০ লাখ ৬৭ হাজার ১৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৭৭ জনে।

আরও পড়ুন
ইরানে বিক্ষোভে-সহিংসতায় আরও ২ নিহত, ২৫ প্রদেশে ছড়িয়েছে প্রতিবাদ
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল