জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর উপর একটিমাত্র ব্রীজ নির্মাণ হলে বদলে দিতে পারে দুই পারের মানুষের জীবনযাত্রার মান। উত্তর বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবী এই ব্রীজটি নির্মাণের। কিন্তু নির্মাণ ব্যবস্থার কোন প্রকার লক্ষণ কোন দপ্তরে নেই। বছরের পর বছর পেরিয়ে গেলেও স্বপ্নের সেই ব্রীজটি আদৌ কি নির্মাণ হবে? সেই প্রশ্ন এলাকাবাসীর।
ব্রীজ না থাকায় আজন্ম জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে এ নিয়ে স্হানীয়দের মধ্যে দূর্ভোগের শেষ নেই।
এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাগবে বিভিন্ন দপ্তরে এবং জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবীর কথা জানিয়ে আসছেন বিভিন্ন পেশার মানুষ। সংশ্লিষ্ট মহলে ব্রীজ বাস্তবায়নের দাবী জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পংকজ বিহারি দাস।
সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ-৬) এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর উপর দ্রুত ব্রীজ নির্মাণ সময়ের দাবী। মানুষের দূর্ভোগ ও দূর্দশার কথা চিন্তা করে বর্তমান জনবান্ধব সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত ব্রীজ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত
৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি
পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ