সিলেটের বিশ্বনাথে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার(১৩ ফেব্রয়ারি) টুকেরকান্দি গ্রামের জঙ্গল থেকে এটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর উপজেলা প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করা হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ছুটে আসেন।
টুকেরকান্দি গ্রামের তোয়াব আলী বলেন, আমাদের বাড়ির পাশের জঙ্গল থেকে বন্যপ্রাণী গন্ধগোকুলকে আটক করেছি।
তিনি বলেন, প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে গন্ধগোকুলটি নিয়ে যায়।
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম ইমন বলেন, ‘আমরা প্রাণীটিকে চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করব।’
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন