January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 8:50 pm

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে দু’গ্রপের সংঘর্ষ, আটক ৪

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, গোলচত্বর এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় কেন্দ্রের সামনে এসে মিছিল করতে থাকে তারা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। এসময় দুজন আহত হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে ও পরে আরও একজনকে আটক করে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।