এস এ শফি, সিলেট প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন এলাকার ২ শতাধিক অসহায় দরিদ্র চক্ষু রোগী।
রোববার (০১ ডিসেম্বর) সকালে উত্তর ধর্মদা গ্রামের নিজ বাড়িতে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে, মুনদাতা এইড ইউকের অর্থায়নে ও এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) এর সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ আহাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মনির উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিক হান্নান, ৩নং ওয়ার্ডের মেম্বার শেখ ফজর রহমান, ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগরের ব্যবস্থাপক শফিকুর রহমান, এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) এর প্রতিনিধি সরাফত আলী, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব নূর মিয়া প্রমুখ।
শুরুতেই দোয়া পরিচালনা করেন উত্তর ধর্মদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান। ফ্রি চক্ষু শিবিরে আনজুমানে তালামিযে ইসলামিয়া রশিদপুর আঞ্চলিক শাখার একটি দল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।
উল্লেখ্য, ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে, মুনদাতা এইড ইউকের অর্থায়নে ও এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) এর সহযোগিতায় দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৩০জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে রোগীসহ আগত সকলকে নিয়ে এক মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন