জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত এবং ২১ ও ২২ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে শোকদিবস পালিত হবে। এদিন ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। তিনি আরও জানান, ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করে সেদিন শোকর্যালির আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
এছাড়া ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের নিয়মিত ক্লাস চললেও পরীক্ষাগুলো স্থগিত থাকবে বলে উপাচার্য জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করব, প্রশাসন থেকেও উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটাই দাবি—এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেবো।”
প্রতিবছরের মতো এবারও ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কথা থাকলেও, কালীপূজা বা শ্যামাপূজার ছুটি উপলক্ষে তা পিছিয়ে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। এবারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল— “ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নে জয়ে অটল প্রাণ।” দিনটিকে ঘিরে ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছিল।
এর আগে, রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সহপাঠী ও পুলিশের তথ্যমতে, জোবায়েদ ওই ভবনের একটি বাসায় উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। মরদেহ উদ্ধারের পর সেই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে যায় পুলিশ।
এনএনবাংলা/
আরও পড়ুন
দেশের শিক্ষাব্যবস্থা নিম্নমানের জন্য রাজনীতিবিদরাই দায়ী: মির্জা ফখরুল
রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
টিসোল সোসাইটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আন্তর্জাতিক সম্মেলন-২০২৫