Friday, December 31st, 2021, 8:09 pm

বিশ্বের ১০ ধনী এ বছর আয় করল ৪০০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক :

বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি ২০২১ সালে তাদের সম্মিলিত সম্পদের সঙ্গে আরও ৪০২ বিলিয়ন ডলার যোগ করেছেন। জানা গেছে, সবচেয়ে বেশি সম্পদ অর্জন করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্ক ২০২১ সালে ১২১ বিলিয়ন ডলার আয় করেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স একই তথ্য প্রকাশ করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এ বছরের শুরুতে আয়ের দিক থেকে প্রথম অবস্থানে থাকলেও, বছর শেষে তালিকার দুইয়ে রয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের বিলিয়নিয়ার বার্নার্ড আর্নল্ট। ৬১.৩ বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি। ১০ জন শীর্ষ ধনীর মধ্যে চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৭.৩ বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তাদের মোট অর্থ ৪৭.৪ বিলিয়ন ডলার এবং ৪৫.১ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এ বছর ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তালিকায় এরপর রয়েছেন, স্টিভ বালমার, ওয়ারেন বাফেট এবং ল্যারি ইলিসন।