অনলাইন ডেস্ক :
প্রায় পাঁচ বিলিয়ন মানুষ বা বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের কিছু বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনটা জানা গেছে। যা গত বছরের তুলনায় ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল উপদেষ্টা সংস্থা কেপিওস তাদের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তুলে ধরেছে। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার কাছাকাছি পৌঁছেছে। বিশ্বে ৫.১৯ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সেটা বিশ্বের জনসংখ্যার ৬৪.৫ শতাংশ। তবে ব্যবহারকারীদের অঞ্চলগুলোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।
ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, সেখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে ২ ঘন্টা ২৬ মিনিট হয়েছে। এ ক্ষেত্রে যেখানে ব্রাজিলিয়ানরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে জাপানিরা এক ঘণ্টারও কম সময় ব্যয় করে।
গড়ে সাতটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা সক্রিয় রয়েছে। এর মধ্যে, মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ তিনটি প্রিয় অ্যাপ রয়েছে। আবার চীনেরও তিনটি অ্যাপ রয়েছে, উই চ্যাট, টিকটক এবং এর স্থানীয় সংস্করণ ডুইন। এ ছাড়া আছে, টুইটার, মেসেঞ্জার এবং টেলিগ্রামের মত শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। সূত্র : এএফপি
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
মানুষের মস্তিষ্ক কতটা দ্রুত কাজ করে
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য