অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ২৪ লাখ ৫৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে পাঁচ হাজার ৭৪৩ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৪ লাখ দুই হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৯ হাজার ৯৯৪ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৯২ হাজার ৪৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১৪ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে