অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ২২ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ লাখ ২০ হাজার ৫২৮ জনের, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ২৯ লাখ ৫৭ হাজার ২১০ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯১ হাজার ৫৯৫ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৩ হাজার ৪১২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৯১৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ৮৯৬ জনে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার