অনলাইন ডেস্ক :
বিশ্বে বিভিন্ন দেশে ওমিক্রন আতঙ্কের মাঝে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৯৬৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ২০ হাজার ২৩৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি দুই লাখ ৩৩ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন আট লাখ ৩৪৩ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৯৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৮ লাখ ৯৯ হাজার ১৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে দুই লাখ ৮৬ হাজার ২৩ জন পৌঁছেছে।
এদিকে, বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ তিন হাজার ৬৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৮৮ জনে।
আরও পড়ুন
‘পলক ভাই, কাইন্দেন না’
দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়া সরকারের
বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন ৪৪