অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৬১ হাজার ৮৫৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৫০ হাজার ৯৩৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি এক লাখ ৫০ হাজার ১০৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮২ হাজার ৫৩৩ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৬ লাখ ১৯ হাজার ৫২১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬২ হাজার আট জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৭ হাজার ৩৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ২৬৪ জনে।
আরও পড়ুন
৯/১১ হামলায় নিহত ১১০০ জনের পরিচয় এখনো অজানা
জাকসুর দুই হলে ভোট গ্রহণ বন্ধ
জাকসু নির্বাচন : রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক