অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৯৭১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫০ হাজার ৫২৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ৫০৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৭৪৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ২৪ জনে।

আরও পড়ুন
ইরানে বিক্ষোভে-সহিংসতায় আরও ২ নিহত, ২৫ প্রদেশে ছড়িয়েছে প্রতিবাদ
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল