অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৯৩ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৬৩১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫৭ হাজার ৭৭১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২২ লাখ ২৭ হাজার ২৯৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৮ হাজার ৭৩৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ১০ হাজার ৫৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১৫৭ জনে।
এদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো একজন করোনভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। এর ফলে দেশজুড়ে সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০