অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৭৪০ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ তিন হাজার ৫২৯ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫২ লাখ ৪১ হাজার ১৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৪০ হাজার ৬৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪৯০ জনে।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০