অনলাইন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ২৯ লাখ ৫ হাজার ৯৪৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৪ লাখ ২১ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯কোটি ৩২ লাখ ২৫ হাজার ১১০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৫ হাজার ৫৭৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে সোমবার পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৯১৫জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৩৯৬ জনে।
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীক চায় বাংলাদেশ কংগ্রেস
ডেঙ্গুতে ঢাকায় আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৭