অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৭৮ লাখ ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ৫৭৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৬২ হাজার ৩৮৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৪ হাজার ২০৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪২ লাখ ৮৬ হাজার ২৫৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ১৩৪ জনে।
আরও পড়ুন
ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান
লাগামহীন বক্তব্য, ফজলুর রহমানকে বিএনপির শোকজ
রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ