December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 12:59 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ৯৮ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৯৮ লাখ ছাড়ল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৯৮ লাখ ৯১ হাজার ৪৮৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ দুই হাজার ৬৪০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ৫০৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭২ হাজার ৯৩০ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৭২৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৯৬৫ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক অফিসের পরিপ্রেক্ষিতে, ইউরোপ এবং আমেরিকা এখনও পর্যন্ত ২৪৮ মিলিয়ন এবং ১৭৫ মিলিয়ন করোনা আক্রান্তের পাশাপাশি ২০ লাখ ৭৭ হাজার ৩৫৫ এবং ২৮ লাখ ১৭ হাজার ৫৩০ জন মৃত্যু খবর নিশ্চিত করেছেন।