December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 16th, 2022, 12:34 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৫৯ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৫৯ লাখ অতিক্রম করেছে।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৩৯৩ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ২৫ হাজার ৩৯৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ১৮ জনের।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭০৫ জনে সংক্রমণ চিহ্নিত হয়েছে। মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ২৫০ জনে।