অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ১৬২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৫১ হাজার ৭২৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৫ হাজার ৬০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৪২৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭০১ জনে।
আরও পড়ুন
৫ কোটি টাকার সম্পদ-প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
জাকসু নির্বাচনে নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ
ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত