অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৬৫ হাজার ৭৬৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ২৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৯ হাজার ৩৮৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৫৩৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৩৫ জনে।

আরও পড়ুন
ভেনেজুয়েলার রাজধানীতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, স্বীকার করল ওয়াশিংটন
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষে আহত ২০
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ