অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৮৯ লাখ এক হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ৯৪৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৯ হাজার ৯১৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ২১ হাজার ৩১৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৪৭ জনে।
আরও পড়ুন
এক ভোটের ব্যবধানে সিনেটে পাস ট্রাম্পের বিগ, বিউটিফুল বিল
তাপপ্রবাহে ইউরোপে রেড অ্যালার্ট, ৪ জনের মৃত্যু
জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বিএনপি: তারেক রহমান