অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৬৯ হাজার ৮৪৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৮ লাখ ১৪ হাজার তিন জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯০ হাজার ২৮৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯৯৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৫৭ জনে।
আরও পড়ুন
এক ভোটের ব্যবধানে সিনেটে পাস ট্রাম্পের বিগ, বিউটিফুল বিল
তাপপ্রবাহে ইউরোপে রেড অ্যালার্ট, ৪ জনের মৃত্যু
জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বিএনপি: তারেক রহমান