অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৭১ হাজার ৪৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯০ হাজার ৫৩৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ২৮ হাজার ৮২৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৯৫ জনে।
আরও পড়ুন
ফ্রান্সে তরুণদের সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু